গজালিয়ায় কৃষক দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গজালিয়ায় কৃষক দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধ।
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। গজালিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. অজিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যচিং চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থোয়াইসে মং মার্মা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন এবং মো. মিজানুর রহমান কাজী।
এছাড়া উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য পিতমা ত্রিপুরা ও গজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী।
সভায় বক্তারা বলেন, কৃষকদের অধিকার রক্ষা ও কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন
Array