খুঁজুন
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক, ১৪৩২ | ই-পেপার |
ads

বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য : ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য : ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। 

বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য : ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।

 

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ বান্দরবান উপজেলা পর্যায়ে অংশ নিয়ে দারুণ কৃতিত্ব অর্জন করেছে বান্দরবান আইডিয়াল স্কুল। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই স্কুলটি একের পর এক অর্জন এনে দিয়েছে গৌরবের পালক।

অর্জনসমূহ :
১. চ্যাম্পিয়ন – বালিকা ফুটবল টিম
২. রানার-আপ – বালক ফুটবল টিম
৩. রানার-আপ – বালিকা কাবাডি টিম

স্কুলের বালিকা ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়ে উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স ও টিম স্পিরিট স্কুলের সুনামকে আরও সমুন্নত করেছে।

প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন –
“আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা, মনন ও শৃঙ্খলার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বান্দরবান আইডিয়াল স্কুল শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলায়ও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আমি গর্বিত ও আনন্দিত।”

কোচ মো. ইয়াছিন আরাফাত বলেন –
“শিক্ষার্থীরা প্রচণ্ড অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। তাদের খেলাধুলার প্রতি নিষ্ঠা ও একাগ্রতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশেষভাবে বালিকা ফুটবল টিমকে অভিনন্দন জানাই।”
সহকারী কোচ সুজন দে বলেন –
“শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি যে আন্তরিকতা ও নিবেদন রয়েছে, সেটাই তাদের সাফল্যের মূল শক্তি। মাঠে তারা যেমন ঐক্যবদ্ধ থেকেছে, তেমনি অনুশীলনেও করেছে অক্লান্ত পরিশ্রম। আমি বিশ্বাস করি, এই টিম সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।”
ক্যাপ্টেন হান্না ঙুন ঠা ময় বম বলেন –
“আমাদের টিমের প্রতিটি খেলোয়াড় মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি গর্বিত যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমাদের কোচ ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আমরা আরও পরিশ্রম করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বান্দরবান আইডিয়াল স্কুলের নাম উজ্জ্বল করতে চাই।”

বান্দরবান আইডিয়াল স্কুলের এই সাফল্য শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

চট্টগ্রামের পূর্ব জাহানপুর হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামের পূর্ব জাহানপুর হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার।

চট্টগ্রামের পূর্ব জাহানপুর হাত-পা বাঁধা অবস্থায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার।

চট্টগ্রাম নগরের হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে নালার পাশ থেকে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উদ্ধার করে।

নিহত যুবকের নাম হাসিব বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এক বাসিন্দা জানায়, হাত পা বাঁধা ছিলো তখন ধারণা করা হচ্ছে যুবককে হত্যা করে মরদেহটি নালায় ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা নাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি বুঝে নিচ্ছে।

পুলিশ সূত্র জানায়, নিহতের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

“ চন্দনাইশে বোনের বিয়ের বিরোধকে কেন্দ্র করে শ^শুর বাড়ীর লোকজন ছোট ভাইকে এলোপাতারি পিটিয়ে আহত করেছে ”।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
“ চন্দনাইশে বোনের বিয়ের বিরোধকে কেন্দ্র করে শ^শুর বাড়ীর লোকজন ছোট ভাইকে এলোপাতারি পিটিয়ে আহত করেছে ”।

“ চন্দনাইশে বোনের বিয়ের বিরোধকে কেন্দ্র করে শ^শুর বাড়ীর
লোকজন ছোট ভাইকে এলোপাতারি পিটিয়ে আহত করেছে ”।

 

স্টার্ফ রিপোর্টার: আবিদুর রহমান বাবুল

রবিবার বিকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড এর মুরাদাবাদ সাকিনের রিকশা চালক আবুল কালামের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা যায় এক বৎসর পূর্বে একই ইউনিয়ন এর বাসিন্দা জামাল উদ্দীন এর ছোট বোন পারভীন আকতারকে খালাতো ভাই আব্দুস সাত্তার এর সাথে ইসলামী শরীয়ত মতে বিবাহ দেয়। বিবাহের পর থেকে বোনের সাথে শ^শুর বাড়ির লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে জগড়া বিবাদ লেগে থাকতো। এইসবের জের ধরে ০১ বৎসর পূর্বে আমার বোন পারভীন আক্তারকে মারধর করে শ^শুর বাড়ী থেকে বের করে দিলে আমার বোন আমাদের বাড়িতে চলে আসে। এর পর হতে দুই পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতাই ০২/১০/২০২৫ইং তারিখে আমার ছোট ভাই কামাল দোকান বন্ধ করিয়া রওশান হাট বাজারে যাওয়ার পথে রিকশা চালক আবুল কালামের বাড়ির সামনে রাস্তায় পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে আমার বোনের শ^শুর বাড়ীর সকলে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কামাল এর পথ রোধ করে। এক পর্যায়ে শ^শুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি ও ধাক্কা-ধাক্কি হলে কামালের উপর ঝাপিয়ে পড়ে হাতে থাকা লাঠি-শোঠা কিরিচ দিয়ে সারা শরীরে এলোপাতারি আঘাত করে জকম করে দেয়। এইসময় কামাল আহত অবস্থায় রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা কামালকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। এই ব্যাপারে কামালের বড় ভাই মোহাম্মদ জামাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এস.আই নূর আমজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।

বাঁশখালী কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন ও সেন্টার কমিটি সম্পন্ন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
বাঁশখালী কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন ও সেন্টার কমিটি সম্পন্ন।

বাঁশখালী কালীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন ও সেন্টার কমিটি সম্পন্ন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

বাঁশখালী ১৬ নির্বাচনি এলাকায় ৫নং কালীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বাংলাদেশ জামাতে ইসলামি সেন্টার কমিটির উদ্যোগে এক কর্মী সম্মেলন স্থানীয় দারুল কোরআন হিফ্জ মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মওলানা আহমদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র-নেতা দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদি, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সেক্রেটারি এডভোকেট জালাল আহমদ। ইউনিয়ন সভাপতি এস এম নুরুল আমিন, সহ-সভাপতি মওলানা মোহাম্মদ হাছান। বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি আশরাফ হোসেন, ৬নং ওয়ার্ড সেন্টার কমিটির প্রধান সমন্বয়ক সিরাজুল হক তালুকদার, অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মোনাফ।
আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নোমান, ছাত্রনেতা আজওয়াদ আবরার, ইফতেখার হোসেন ইমনসহ সমাজের অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।