বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য : ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য : ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ বান্দরবান উপজেলা পর্যায়ে অংশ নিয়ে দারুণ কৃতিত্ব অর্জন করেছে বান্দরবান আইডিয়াল স্কুল। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই স্কুলটি একের পর এক অর্জন এনে দিয়েছে গৌরবের পালক।
অর্জনসমূহ :
১. চ্যাম্পিয়ন – বালিকা ফুটবল টিম
২. রানার-আপ – বালক ফুটবল টিম
৩. রানার-আপ – বালিকা কাবাডি টিম
স্কুলের বালিকা ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়ে উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স ও টিম স্পিরিট স্কুলের সুনামকে আরও সমুন্নত করেছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন –
“আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা, মনন ও শৃঙ্খলার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বান্দরবান আইডিয়াল স্কুল শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলায়ও নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আমি গর্বিত ও আনন্দিত।”
কোচ মো. ইয়াছিন আরাফাত বলেন –
“শিক্ষার্থীরা প্রচণ্ড অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। তাদের খেলাধুলার প্রতি নিষ্ঠা ও একাগ্রতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশেষভাবে বালিকা ফুটবল টিমকে অভিনন্দন জানাই।”
সহকারী কোচ সুজন দে বলেন –
“শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি যে আন্তরিকতা ও নিবেদন রয়েছে, সেটাই তাদের সাফল্যের মূল শক্তি। মাঠে তারা যেমন ঐক্যবদ্ধ থেকেছে, তেমনি অনুশীলনেও করেছে অক্লান্ত পরিশ্রম। আমি বিশ্বাস করি, এই টিম সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।”
ক্যাপ্টেন হান্না ঙুন ঠা ময় বম বলেন –
“আমাদের টিমের প্রতিটি খেলোয়াড় মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি গর্বিত যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমাদের কোচ ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আমরা আরও পরিশ্রম করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বান্দরবান আইডিয়াল স্কুলের নাম উজ্জ্বল করতে চাই।”
বান্দরবান আইডিয়াল স্কুলের এই সাফল্য শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন
Array